Share This Story !

যশোর প্রতিনিধিঃমাতৃভাষার জন্য যারা দিয়েছেন প্রাণ, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ- সেই সব ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন টিউশন সেবা ,যশোর।
সকাল সাতটায় যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে বায়ান্নর ভাষা শহীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করেন টিউশন সেবা ,যশোর এর সভাপতি মোঃ সাঈফউল্লাহ,সেক্রেটারি সাইফুর রহমান সাহেব।এসময়ে আরো উপস্থিত ছিলেন টিউশন সেবা, যশোর এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ফারহানা ইয়াসমিন মুন্নী, ইলিয়াস কবির,আল-আমিন হোসেন ,সিনথিয়া সাবা সাথী, তাসজিদা তাহরিন তন্বী, সাবরিন নাসের টুম্পা,ফাহিম লাজুক,আরিফুজ্জামান আলিফ,তাহসান রাসেল,শাহজালাল,উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহআলম,আফরোজা সুলতানা মৌ,আশিক ইকবাল প্রমুখ।
