Share This Story !

স্টারবার্তা প্রতিনিধি নাজমুল ইসলাম, ঢাকা কলেজঃ সিটি কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ঢাকা কলজের ৫ শিক্ষার্থীসহ সিটি কলেজের ১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র নেহাল (১৭) এর অবস্থা গুরুতর তাকে সোহরাওয়ারদী মেডিকেল কলজে ভর্তি করা হয়েছে সোয়াত (১৭) এর অবস্থা কিছুটা গুরুতর । আর অন্যান্যদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা ক্লাশ শেষ করে বাসে উঠার জন্য সিটি কলজের সামনে বাসের জন্য দাঁড়ায় সে সময় সিটি কলেজের কিছু শিক্ষার্থী আমাদের নিয়ে বাজে মন্তব্য করে এজন্য তাদের প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর অযৌক্তিক হামলা চালায়।
ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে এসে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ জানান , আমি শিক্ষা মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে ছিলাম সংবাদ পেয়েই আমি ছাত্রদের দেখতে এসেছি কলেজ ছুটির পর বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে ছাত্ররা হামলার শিকার হয় বলে জেনেছি। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে তবে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহতরা সবাই ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র, নেহাল (১৭), তানভীর (১৭), সাফিয়ান (১৭), সোয়াত (১৭) ও মোহাম্মদ রাহাত (১৭) সিটি কলেজের শিক্ষার্থী ফয়সাল । এ ঘটনা জানাজানি হওয়ার পর ঢাকা কলেজ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।