Share This Story !

সরকারি করোনার ত্রাণের চাল চুরি করার প্রতিবাদ করায় সাংবাদিক সাগরকে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান আসামি নাবিলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে, নির্যাতিত সাংবাদিক সাগর চৌধুরী বোরহানউদ্দিন থানায় বাদি হয়ে মামলা করেন।

মামলায় বলা হয়, সম্প্রতি দুস্থদের জন্য বরাদ্দ দেয়া চাল বিতরণে অনিয়ম নিয়ে কাজ করছিলেন সাগর চৌধুরী। এ ঘটনায় বড় মানিকা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার ডেকে নেন সাগর চৌধুরীকে। মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে ব্যাপক মারধর করা হয়।
এ ঘটনা ফেসবুকে লাইভও করে নাবিল। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সাগরকে ভর্তি করা হয় ভোলা সদর হাসপাতালে।