Share This Story !

মহিব্বুল্লাহিল মাহিদ(স্টাফ রিপোর্টার):
সোমবারে দিবাগত রাত্রে ভিপি নূরের উপর কথিত ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র,যুব এবং প্রবাসী অধিকার পরিষদ এর শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং ভিপি নূর সহ ছয়জনকে গ্রেফতার করার ঘটনায় কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে যশোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-যুব অধিকার পরিষদ।
ঢাবি ছাত্রীর দায়ের কৃত মামলায় গতকাল রাত্রে ভিপি নূরসহ ছয়জনকে গ্রেপ্তার দেখায় ডোমরা থানা পুলিশ।এতে তাৎক্ষণিক ভাবে যুব অধিকার পরিষদ এর আহবায়ক মো আতাউল্লাহ সারাদেশব্যপী ছাত্র-যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসে থাকা প্রবাসী অধিকার পরিষদ এর প্রতিটি ইউনিটে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালবের আহবান করেন।তার ই ধারাবাহিতায় যশোর জেলা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন মন্টু বেলা ১১ টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ঘোষনা করেন।
আজকের বিক্ষোভ মিছিলে র প্রেক্ষাপট বর্ণনাপূর্বক ছাত্র অধিকার পরিষদের আহবায়ক এর বক্তব্যে জুবায়ের হোসেন বলেন,ইতপূর্বে ফ্যাসিবাদ সরকার তাদের ঘৃণ্য স্বার্থ বাস্তবায়নে ন্যাক্কারজনক হামলা-মামলা করলেও ছাত্ররা যেভাবে সমুচিত জবাব দিয়েছে,তার ই ধারাবাহিকতায় প্রিয় মাতৃভূমির সার্বভৌম রক্কার্থে দিয়ে যাবে।এক্ষেত্রে প্রধান বাধা ভিপি নূরের উপর সরকারের পেটোয়া বাহিনীর এমন আচরণ এ ছাত্রসমাজ কিংকর্তব্যবিমূঢ়।
এছাড়া যুব অধিকার পরিষদ এর পক্ষ থেকে সসভাপতির বক্তব্যে আল-মামুন মন্টু বলেন,ছাত্র সমাজের শরীরে বিন্দুমাত্র রক্ত থাকতে কোন অন্যয় দাবিতে আমরা আপোষহীন। অবিলম্ব এ ভিপি নূরকে মুক্তি এবং এমন ঘৃণ্য হামলার জন্য ক্ষমা চাইতে হবে।
কর্মসূচি তে আরো বক্তব্য রাখেন এম এম কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান, জেলা শাখার যুগ্ম আহবায়ক সাদিয়া আফরিন,শুয়াইব হাসান,মাসুম রহমান সহ আরো অনেকে।উপস্থিত ছিলেন শওকত আলী,মহিব্বুল্লাহিল মাহিদ,মেহেদী সহ প্রায় অর্ধশতাধিক নেতা কর্মী।ভিপি নূরের মুক্তি,শিক্ষার্থী রিমির উপর শ্লীলতাহানি,ভারতীয় অগ্রাসন এর বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ডে উপস্থিত হন অসংখ্য শিক্ষার্থী-জনসাধারণ।