Share This Story !

শহীদ বুদ্ধিজীবী দিবসে টাঙ্গাইল জেলা ছাত্র এবং যুব অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি।
আজকের এইদিনে পাকবাহিনী জাতীয়ভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য দেশের প্রধান বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে শহীদ করে।

সে জন্য আজকের এই দিনটিকে বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় আজ সকাল ৭ ঘটিকায় টাংগাইলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বাংলাদেশ ছাত্র এবং যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক সাগর ইসলাম, সহকারী সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, কাবির হোসাইন এবং ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, অর্থ সম্পাদক ফাহাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
