Share This Story !

স্টাফ রিপোর্টারঃ বিশ্বের ৪২ টি দেশ নিয়ে গঠিত প্রবাসীদের অধিকার আদায় ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কার্যনির্বাহী পরিষদ এর সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনকে নৈতিক স্খলন জনিত কারনে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি কবীর হোসেন বলেন, প্রবাসীদের অধিকার আদায় করার লক্ষ্যে এই সংগঠন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এই সংগঠনে কোন ভিসার দালাল, মানবপাচারকারী দলের সদস্যদের স্থান নেই।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ থেকে স্থায়ী বহিষ্কার করার পর সালাউদ্দিনকে গত ২ রা ফেব্রুয়ারী ভ্রাতৃ প্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ও ভ্রাতৃ প্রতিম সংগঠন যুব অধিকার পরিষদের সকল শুভাকাঙ্ক্ষী, কর্মী, সদস্য ও নেতৃবৃন্দকে সালাউদ্দিনের সাথে কোন প্রকার সাংগঠনিক আলোচনা ও লেনদেন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তির সাথে কোন প্রকার সাংগঠনিক আলোচনা ও লেনদেনের জন্য পরবর্তীতে কেউ প্রতারিত হলে সংগঠন ২ টি এর দায়ভার নিবে না জানা যায়।