Share This Story !

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারাপ্রদেশের তেল আল হারা পার্বত্য এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে ইহুদিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
সেনাবাহিনীর বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, বুধবার সকালে গোলান মালভূমির নিকটবর্তী দারাপ্রদেশের তেল আল হারা পার্বত্য এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি বাহিনী।
তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা প্রতিহত করেছে। কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করে দেয়া হয়।
গোলান মালভূমির নিরাপত্তা ও নজরদারির জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যায়। ২০১৮ সালের জুনে জাবহাতুন নুসরার দখল থেকে ওই এলাকাটি মুক্ত করতে সক্ষম হয় সিরিয়া বাহিনী।
সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে দখলদার ইসরাইল মাঝেমধ্যেই এ ধরনের হামলা করে আসছে।
এর আগে ইসরাইলি বাহিনী জানিয়েছিল, ইসরাইলের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে সিরিয়া জড়িত এ জন্য তাদের কঠিন মাসুল দিতে হবে।